
তোমার জন্য ভাবি না
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তুমি তোমার ছেলেকে
অহোরাত্রি অসংখ্য মিথ্যার বিষ
গিলিয়েছো ।
শৈশবে সে হাসেনি,
কেননা
সমবয়সীদের সে শত্রু বলে জানত ।
যৌবনে সে নারীকে ভালোবাসেনি,
কেননা নারীকে সে নরক বলে জানে ।
ধীরে ধীরে সেই অকালবার্ধক্যের দিকে সে এখন
এগিয়ে যাচ্ছে,
চুলগুলিকে যা সাদা করে দেয়,
কিন্তু
চিত্তের মালিন্য যা মোচন করতে পারে না ।
তোমার জন্য আমার কোন ভাবনা নেই,
কিন্তু তোমার ছেলের জন্য আমার বড় দুঃখ হয় ।
তুমি তোমার মেয়েকে
অহোরাত্রি অসংখ্য কুৎসার কালি
গিলিয়েছ ।
শৈশবে সে ফুল কুড়ায়নি,
কেননা সে শুনেছিল,
প্রত্যেকটা গাছেই আছে একানড়ের বাসা ।
যৌবনে জানালা দিয়ে বাতাস বয়ে যায়নি
কেননা প্রতিবেশীর পুত্রকে সে লম্পট বলে জানে ।
ধীরে ধীরে সে এখন সেই দিকে এগিয়ে যাচ্ছে,
যেখানে
দুপুরগুলি বিকেলের মত বেদনাবিদ্ধ, আর
বিকেলগুলি রাত্রির মত অন্ধকার ।
তোমার জন্য আমার কো্নো ভাবনা নেই,
কিন্তু তোমার মেয়ের জন্য আমার বড় দুঃখ হয় ।