সে ব্রত চক্রবর্তী অনেকদিন পরে দেখা। আমার প্রথম ভালবাসা। এখন অন্যের গৃহিণী হয়েছে।কাহিনী খুব মামুলী, যা দিয়ে আমার নিজস্ব খরচে রিল চারেকের একটাতথ্যচিত্রও হবে না। আমি যখন ওকে ভালোবাসতে শুরু করলুম, তখন ও অন্যএকজনকে তুমুলভাবে ভালোবাসছে। বিয়ে করল তাকেই। তারপর এই দেখা।কবিতা ও ছবির প্রদর্শনী একটি বাড়িতে, আমন্ত্রিতদের মধ্যে আমিও একজন।কবিতার সঙ্গে ছবি (কবিতার বিষয় নিয়ে) এ প্রসঙ্গে বক্তব্য রাখছিলুম। মুখভুলে হঠাৎ দেখি কয়েকহাত দূরে শ্রোতাদের মধ্যে ও বসে আছে আমার দিকেচেয়ে। লোভ নয়, রাগ-ক্ষোভ নয়, দুঃখ বা হাহাকার নয়, ওকে দেখে অদ্ভুতএক প্রশান্তি ছড়িয়ে পড়ল শরীর মনে। ক'বছর আগে কত জরুরী কথা ছিলওর সঙ্গে, সকাল বিকাল তখন ওর জন্যই রাশি রাশি কথা জন্ম নিত আমারভেতর। আর এখন 'ভালো থেকো' দুটি শব্দ উচ্চারণ করেই, ফের মনোযোগীহয়ে পড়লুম বক্তৃতায়। শ্রোতারা অপেক্ষা করে আছে। বক্তৃতা শেষ করে উঠেআসার সময় আমার হঠাৎ মনে হল, ভালোবাসা ফুরিয়ে গেলেও যা থাকে,তা আসলে একধরণের ভালোবাসাই। শেষেরটাও নদী, তবে জোয়ারের নয়,ভাটার।উচ্চারণ- অরিজিৎ বনিক