#শেষ_তাকে_দেখেছি_কখোন??? #বর্ণালী   সে আমার প্রতিবেশী ছিলো ,  একলা থাকতো , দামী চাকরি করতো । ফেসবুক ,ইন্সটা দাপিয়ে বেড়াতো  রঙিন স্বাধীনচেতা ফুরফুরে প্রজাতির মতো । আজ এই ফুডচেনে  তো কাল ওই পাবে , পরশু বন্ধুর পার্টিতে ওয়াইনের গ্লাস হাতে । শুধু  বন্ধু আর বন্ধু !! প্রতিবেশীরা বলতো অসম্ভব অহংকারী , কথাই বলে নি কখনো , বলে ও না কখনো ।  কেউ কেউ আবার বলতো কি জানি বাবা  এতো খুশি আসে কোথা থেকে ?? তবে আমি ওর রাত জাগা চোখের নীচে  গাঢ় কালিমা  দেখেছিলাম ।  লিফটে ,বা প্যাসেজে দেখেছি ওকে কখনো সখনো। কথা হয়নি , চোখ নামিয়ে ,মুখ ফিরিয়েছে সে  আমি শুধু ওর বড় বড় পল্লব ঘেরা  চোখের নীচে  অমাবস্যার আঁধার দেখেছিলাম !!  হঠাৎ সেদিন শুনি সে আর নেই । নিজের জীবনের ইতি টেনে দিয়েছে  নিজের হাতেই, তারার ট্যাটু আঁকা  কব্জির ওপর  এঁকে দিয়েছে জীবনের গল্প শেষের গভীর এক ক্ষত! অবাক হয়ে ভাবি   যে দিনে রাতে ব্যস্ত থাকতো অফিসে ,পার্টিতে ,পাবে  কখোন তার জীবনে এতো শূন্যতাও বাসা বাঁধলো   ?? যে প্রতিদিন নিত্যনতুন জামাকাপড়ে ,প্রসাধনে  নিজেকে সাজাতো   তার কি নিজের শরীরটার ওপর  একটুও মমতা ছিলো না ??  মুখে মুখে গবেষণা চলছে , গবেষণা !!  আ্যপার্টমেন্টে পুলিশ !!   জিজ্ঞাসা বাদ চলছে । প্রথম দেখেছে কাজের মেয়েটি । স্যোশাল মিডিয়ায় তার হাজার চারেক বন্ধুর  শ 'চারেক অন্তত গভীর শোক প্রকাশ করেছে ,  কেউ কেউ পোস্ট দিয়েছে   "হতাশায় ভুগলে আমার সাথে গল্প করুন ,পাশে আছি   আসলে সে ছিলো কেমন ?? সুইসাইড নোটে লিখে গেছে অবশ্য তার কিছু কিছু  নিজের সাথে নিজে একা হতে ভয় পেতো সে। একা হয়ে পড়ার ভয়ে আর নিদ্রাহীন  রাতগুলোকে আ্যভয়েড করতে  খুব সহজ একটা রাস্তা উদ্ভাবন করেছিলো  রাতজাগা বিনোদনের রাস্তা !!  আমরা  তখন ওকে ভীষন হিংসে করেছি , ফেসবুকে ,ইন্সটাতে হাসি মুখের  এডিটিং ছবিতে  চোখের তলায় লুকিয়ে থাকা অন্ধকার  খুঁজিনি , গবলেটের আগুন রঙা তরলের মধ্যে  ওর নিঃসঙ্গতার ছায়া দেখিনি । বুঝিনি , একসাথে হুল্লোড় করা  ছেলেমেয়ে গুলো কেউ ওর কাছের  জন নয় । ওরা পাল্টেছে প্রতিদিন ,প্রতিরাতে !! আমরা কেউ  ওর পিঠে হাত রেখে বলিনি  "এমন কেনো করো ?? একে কি ভালো থাকা বলে ??"  ওর মাথাটা বুকে টেনে নিয়ে আমরা কেউ বলি নি "তুমি ভালো নেই । আমি জানি তুমি ভালো নেই ।"  হয়তো কাঁদতো , হয়তো হতাশ হতো , অথবা বিরক্ত যদি রাগে ফেটে পড়ে আছড়ে ভাঙতো  ওর কাঁচের হৃদয়টা টুকরো টুকরো করে ! আমার ই সামনে । বা যদি গায়ে পড়া উপদেশের জন্য অপমান করতো ।নেহাতই প্রতিবেশীর অধিকারে ধমক দিয়ে যদি  বলতাম  রোজরোজ যাও কোথায় ?? চোখের নীচে এতো ঘন অন্ধকার কেনো ?? খুব কি রাগ করতো ?? যদি বলতাম ,এসো না বোস দুমিনিট আমার কাছে । আমি তো তোমার মায়েরই বয়সী ।  আপসোস হয় আজ , এক গভীর আপসোস !! পুলিশের "শেষ তাকে দেখেছি কখোন" প্রশ্নটাকি এড়ানো এতোটাই অসম্ভব ছিলো ???  ***************************************
Show more...