এখন তো আপনি কলমি শাক কিনেও UPI দিয়ে টাকা মেটান। UPI শুরু হয়েছিল কি করে বলুন তো ? UPI ব্যবহার করার সময় কি কি সতর্কতা মাথায় রাখতে হবে জানেন ?
ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড ! পার্থক্য কি ? কোনটা কখন ব্যবহার করবেন ? ব্যবহারের সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন ?
আপনার সন্তান সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে ? কিভাবে আটকাবেন ?
আপনার একজন বন্ধু একটা গাড়ি কিনেছে, কিনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, আপনি ছবিটা দেখলেন খানিকক্ষণ ধরে, কিন্তু লাইক কমেন্ট কিছু করলেন না, সোশ্যাল মিডিয়া কম্পানি আপনাকে এবার গাড়ির বিজ্ঞাপন দেখানো শুরু করবে, কেন বলুন তো ?
হোয়াটসএপ এ সকালবেলা গুড মর্নিং মেসেজ পাঠালে কি কি বিপদ হতে পারে জানেন ?
এই সব প্রশ্নের উত্তর আমি সহজ সরল বাংলা ভাষায় দিয়েছি আমার বই "ডিজিটাল সেফটি"তে। এছাড়াও দীর্ঘদিন পেমেন্ট টেকনোলজি নিয়ে কাজ করার সময়ে দেখেছি ছোট ছোট ভুলের জন্য সাধারণ মানুষের টাকা চোররা কিরকম করে নিয়ে নেয়। সেটা আটকাতে কি কি করা উচিৎ, সেকথা লেখা আছে এই বইয়ের পাতায় পাতায়।
পয়লা জুলাই দু হাজার তেইশ থেকে এই বই পাওয়া যাবে আমাজনে, সৃষ্টিসুখের নিজের ওয়েব সাইটে আর বাংলাদেশে রকমারিতে । ইবুক ফরম্যাটে পাওয়া যাবে কিন্ডল আর গুগল প্লেবুক স্টোরে ।
না পড়লে বিপদ আপনারই । আমার কাজ শুধু আপনাকে সতর্ক করে দেওয়া ।
What is Time Sharing ? Is It a Fraud ?
এই কালীদা, চা দুটো দাও। গলাটা খুশ খুশ করছে।
দাঁড়ান, আগে গলাটা ভিজিয়ে নেওয়া যাক। চায়ে চুমুক দিতে দিতে এটা শুনুন আগে।
—-------------------------------------------
শুনলেন তো কল টা ? এটা অবশ্য বেশ কিছুদিন আগের ফোন কল , আর বৌয়ের সাথে ঝগড়া মিটেছে কিহবেনা সেটা এপিসোডের শেষে বলছি। এই এপিসোডটা ডিজিটাল সেফটিতে করছি যদিও এটাকে ফ্রড বলা ঠিক হবে না, এটা ডিজিটাল ও নয়, তবুও আজকের টপিকটা এমন টপিক, সেটা নিয়ে জানা না থাকলে ঠকে যাওয়ার চান্স থাকে। তাই আমি সৃজন, ডিজিটাল সেফটিতেই এই এপিসোডটা করব বলে ঠিক করলাম, সৃজনের পডাবলীতে নয় ।
তো , সবার প্রথমে একটা টার্ম বলব - টাইম শেয়ারিং। যারা কম্পিউটার নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছেন বা বইপত্তর পড়েছেন, তারা এই টার্মটার সাথে পরিচিত। তবে আজ আমি কম্পিউটারের নয়, ট্যুরিজম ইন্ডাস্ট্রির টাইম শেয়ারিং নিয়ে বলবো। এখানে কি হয়, একটা রিসোর্স একাধিক মালিক বা তার প্রতিনিধি এক সাথে ব্যবহার করেন । যেমন ভাবে কোন হোটেল বা রিসর্টে আপনি একটা, দুটো, তিনটে ঘর নিয়ে থাকেন, এখানেও তাই। আপনি এক সপ্তার মালিক। এই টুকুই জ্ঞান দেওয়ার ছিল। এর বেশি জানতে চাইলে আমার ইন্সটা হ্যান্ডেল সৃজন ডট কুন্ডু ( srijan . kundu ) তে কমেন্ট বা মেসেজ করুন, আলাদা করে বলে দেব।
এবার, এই যারা কল করছে,তাদের মোডাস অপারেন্ডি বা কাজ করার পদ্ধতিটা বলি - আপনাকে একটা বেশ ভালো ভাবে একটা পরিষ্কার পরিছন্ন জায়গায় ডাকা হবে। গিফ্ট যা যা বলেছে সবই হয়ত দেবে বা কিছু কন্ডিশন ফুলফিল করলে পাওয়া যাবে এরকম কন্ডিশন রেখে তারপর দেবে। সেটা গুরুত্বপূর্ণ কিছু না।
গুরুত্বপূর্ণ যেটা সেটা হল, আপনাকে একটা দামী প্যাকেজ সাজেস্ট করা হবে, বছরে এত বার এত এত জায়গায় ফ্রিতে বা নামমাত্র টাকায় ঘোরা যাবে। কলটা ভালো করে শুনলে বুঝবেন, আমার স্ত্রীকে আনার জন্য জোর দেওয়া হচ্ছে। সাধারণত পুরুষরা কাজের জন্য এদিক ওদিক গিয়ে থাকেন, কিন্তু মহিলারা, to be specific , হাউজ ওয়াইফরা সাধারণত বাড়িতে থাকেন, এবং নিজেকে ডিপ্রাইভড মনে করেন। তো, ফার্স্ট লেভেলে স্বপ্ন দেখানো হয়। বছরে এত বার এই এই জায়গায় যেতে পারবেন - গোয়া , কাশ্মীর , কেরালা , আন্দামান , হিমাচল এরকম। এবার আপনি উঠে আসতে চাইলে বলবে দাঁড়ান সিনিয়রকে ডাকি। অন্য লোকটা এসে ক্যাট ক্যাট করে কথা বলবে -অল্প বলবে ,বেশি পাত্তা দেবে না। কিছুটা কমাবে। তারপরেও কনভিন্সড না হলে সে তার জুনিয়রকে বলবে - কেন এসব গরিব লোকের পিছনে টাইম ওয়েস্ট করছ। এবং সে পাত্তা না দিয়ে চলে যাবে। আপনার ইগো হার্ট হবে। আপনি হয়ত আপনার দরকার না থাকলেও ওদের প্যাকেজটা নেবেন। আর এর পরেও নিতে না চাইলে প্রাইস কিছু কমিয়ে নতুন প্যাকেজ দেওয়া হবে - এর পর আপনি হয়ত নেবেন বা না নিয়ে বেরিয়ে আসবেন।
আমি কল চলাকালীন এই ম্যাজিশিয়ান হলিডেজ বলে গুগল করে কিছু পেলাম না। একটা কাস্টমার ফেসিং কম্পানির ওয়েবসাইট নেই, এটা হয়না। তাই চাপ নেই নি। এমনি ও আমার ঘুরতে যাওয়া হুট করে ঠিক হয়। লাস্ট কয়েক বছরে যে কবারই বেড়িয়েছি, সব লাস্ট মোমেন্টে প্ল্যান করা , হার্ডলি দু সপ্তা আগে। ওয়ার্ল্ড ওয়াইড ম্যারিয়ট, ডিজনি এরা এই ইন্ডাস্ট্রির বড় নাম , কিন্তু তাদের রেগুলেশন অনেক স্ট্রং। এখানকার মতন মিসসেলিং করার চান্স কম থাকে।
আর আপনার ইনফর্মেশন কিভাবে বের হয়ে যায় দেখলেন ? ওটা নিয়ে অন্য একদিন বসব।
এপিসোডটা ভালো মন্দ যাই লাগুক, আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে জানাতে ভুলবেন না, স্পটিফাই বা ইউটিউবে শুনলে সেখানেও কমেন্ট করতে পারেন। আর যদি মনে হয়, বন্ধু বান্ধব , আত্মীয় স্বজনকে এই এপিসোড বা পডকাস্ট শোনালে উপকার হবে, তাহলে তাদের সাথে লিংক শেয়ার করতে ভুলবেন না। আর ফলো , সাবস্ক্রাইব এগুলো করবেন , নাহলে নতুন নতুন টপিকে কথা বলার উৎসাহ পাব না।
ভালো থাকবেন, কথা হবে শিগগিরই। আজ উঠি , টাটা।