
প্রিয় শ্রোতা, শব্দ গল্পের এই আসরে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনব হরিনারায়ণ বিশ্বাসের লেখা একটি রাত্রিঃ একটি অভিজ্ঞতা। গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতের বিখ্যাত রহস্য সন্ধানী পত্রিকায় ১৯৭২ সালে। উল্লেক্ষ্য, শব্দ-গল্প এই গল্পের কপিরাইট বহন করে না, এতে কোন আর্থিক লাভের বিষয় নেই। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে মতামত জানাবেন, গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। তা আমাদের অডিয়েন্স তৈরিতে ভূমিকা রাখবে। মিক্সিং- ইশতিয়াক সাউন্ড ডিজাই্ন, পোস্টার ডিজাইন, গল্পপাঠ এবং পর্ব পরিচালনায় আমি - ইয়াসির।