
ইমতিয়াজ অতিথিদের গোস্ত পরিবেশন করতে থাকলো। নিজেদের এটাই তাদের প্রথম ইদ উদজাপন। এত সুস্বাদু গোস্ত যে মনে হল এর থেকে ভালো গোস্ত সে আর খায়নি আগে কখনও। কী হবে যদি জানা যায় এই গোস্ত অভিশপ্ত? জানতে হলে এক্ষুনি শুনে ফেলো। গল্প লেখা, শব্দ সঞ্চালনা এবং পাঠে আমি পেত্নি সরকার।