
সাস্ট, শাবিপ্রবি, শাবি - কারো কাছে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের নাম। আর কারো কাছে এটি জীবনের অবিচ্ছেদ্য একটি অধ্যায়, অথবা জীবনের চেয়েও বেশি কিছু!
হ্যাঁ, আমরা প্রোক্র্যাস্টিনেট পডকাস্টের তিনজন সাস্ট প্রোডাক্ট। যেই সময়টায় শৈশব-কৈশোর ডিঙ্গিয়ে জীবনকে গড়ে তোলার সময় ছিলো, সেই সময়টা আমরা কাটিয়েছি সিলেটের ৩২০ একরের এই সবুজ টিলাবেষ্টিত ক্যাম্পাসটিতে। দিনের পর দিন বৃষ্টিতে ভিজেছি এক কিলো রোডে, রাতের পর রাত কাটিয়েছি অহেতুক আড্ডায়। সাস্ট নিয়ে আমাদের কথা শুরু হলে রাতের পর রাত কেটে যাবে। অন্তত একটি পডকাস্টে সাস্ট এক্সপেরিয়েন্সের ১%-ও তুলে আনা সম্ভব না। এমনটা আশা করা বোকামি। তবে এটা ঠিক, আমরা কিছু জিনিস ইচ্ছে করেই বাদ দিয়েছি।
ইউটিউবে দেখুনঃ https://youtu.be/MbG1EMQ5Cqs
তবুও আমাদের পডকাস্টের তৃতীয় পর্বে আমরা চেষ্টা করেছি ২০০৭-০৮ সালের সময়ে আমরা ক্যাম্পাসকে কিভাবে দেখেছি, কেমন সময় কাটিয়েছি, সেগুলো নিয়ে আলাপ করার। কিছুটা স্মৃতি রোমন্থন, কিছুটা, ভালবাসা, আর হয়তো এক চিমটি আক্ষেপ- এই নিয়েই আমাদের আজকের পডকাস্ট।
Intro (0:00)
সাস্টের সাথে প্রথম পরিচয় কিভাবে? (1:31)
চা বাগান ঘুরতে এসে সাস্টে ভর্তি পরীক্ষা দেওয়া! (5:37)
সাবজেক্ট চয়েজের গ্যাঁড়াকল (9:03)
সাস্টে পছন্দের সাবজেক্ট পাওয়ার নিনজা টেকনিক (18:17)
প্রথম দিন কেমন ছিলো? (21:40)
সাস্টে প্রথম স্মৃতিগুলোই সিনিয়রদের সাথে (25:29)
কোন জিনিসগুলো শাবিপ্রবি'কে অনন্য করেছে? (27:42)
কিভাবে বিচ্ছিন্ন কিছু মানুষ একটা পরিবারে রূপ নেয় (30:42)
সংগঠনগুলো শাবিপ্রবি'র কালচার তৈরি করতে কেমন ভূমিকা রেখেছে? (33:20)
Shahjalal University Debating Society (35:36)
RIM Musical Club (38:56)
র্যাগিং বিষয়টা কেমন ছিলো? (46:57)
শাবিপ্রবি'র প্রতি আমাদের যত অভিযোগ (1:02:02)
Outro (1:16:11)
Graphics Animation: Minhajul Arifin Shovon
Background music courtesy: Sergey Cheremisinov - On Shore (https://freemusicarchive.org/.../Serg.../movement-1/on-shore)