
মানুষ সবাই ভালো। দেশ-জাতি-ধর্মও খারাপ নয়। তাহলে কেন পৃথিবীতে এত সংঘাত, এত রক্তপাত, কিংবা দুর্বলের উপর সবলের নির্মম নিপীড়ন?
কথা বলছিলাম ফিলিস্তিন-ইসরায়েলের চলমান ইস্যু নিয়ে। দশকের পর দশক ধরে চলে আসা মধ্যপ্রাচ্যের এই সংঘাতের পিছনের কারণ কি শুধুই রাজনৈতিক, কিংবা ধর্মীয় ইতিহাস? নাকি এর পিছনে রয়েছে ভূ-রাজনীতির খেলা? নাকি আমাদের যেতে হবে আরও একটু গভীরে? বুঝার চেষ্টা করতে হবে কেন গত শতাব্দীর মধ্যভাগে বর্ণনাতীত নিপীড়নের শিকার হওয়া জাতিটি নিজেই আজ নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ফিলিস্তিনিদের উপর ভয়াবহ নির্যাতন, তাদের মৌলিক মানবাধিকার খর্ব করার সময়ে কি ইসরায়েলিদের একবারও মনে পড়ে না মাত্র কয় দশক আগে তারা নিজেরাই নির্যাতিতের কাতারে ছিলো? ইসরায়েলিরা কি নিজেদের ইতিহাস ভুলে গিয়েছে?
না, কেউই নিজেদের ইতিহাস ভুলেনি। তাহলে কেন এমন আচরণ? সেটাই খোঁজার চেষ্টা করেছি আমরা তিনজন- সাঈদ তাসনিম মাহমুদ তুষণ, প্রতীক মণ্ডল ও ফাইজুস সালেহীন। হয়তো আমাদের বিশ্লেষণের সাথে আপনার দ্বিমতও থাকতে পারে। জানাবেন নিঃসঙ্কোচে।
শ্রোতার সুবিধার্থে নিচে টাইমলাইন দিয়ে দিলাম।
Intro: (0:00)
পিছনের ইতিহাস: (1:43)
এই সংঘাতের কারণ কি পুরোটাই রাজনৈতিক?: (5:00)
যুক্তরাষ্ট্রের স্বার্থ কী?: (6:57)
সাধারণ ইসরায়েলিরা কেন এই আগ্রাসন সমর্থন করছে? একসময়ের শোষিত ইহুদিরা আজ কেন শোষক?: (11:28)
স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট: (16:40)
গোষ্ঠীবদ্ধতা আমাদের ঘৃণা করতে শেখায় কেন?: (24:52)
ঘৃণা আমাদের একত্র করে, নাকি আমরা একত্রিত হলেই অমানুষ হয়ে যাই?: (27:12)
পৃথিবীর সকল সংঘাত যেই একটিমাত্র উৎস থেকে ডালপালা মেলে: (28:55)
আমাদের সমাজের নারীরাও কি শোষণ মেনে নিতে অভ্যস্ত হয়ে গিয়েছে?: (31:48)
১৫০- "ডানবার'স নাম্বার", যেখান থেকে নৈরাজ্যের শুরু: (34:00)
নেতানিয়াহু'র ঘৃণাজীবী রাজনীতি: (36:05)
Outro: (36:53)
ইউটিউবে আমাদের খুঁজে নিন: www.youtube.com/channel/UCd6JI8MYf6rane4WoHi-QnQ
Background music courtesy: Sergey Cheremisinov - On Shore (freemusicarchive.org/music/Sergey_C…ent-1/on-shore)