All content for Kazi Nasira Khatun is the property of Nasira Khatun and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
"Learn with Nasira" Spoken English, Essay, General question answer, Motivation....Only for Education
Facebook page - Kazi Nasira khatun
Instagram account - nasirakhatun179
What is love? Kivabe Amra sottikarer valobasa chinte parbo?
Kazi Nasira Khatun
7 minutes 17 seconds
3 years ago
What is love? Kivabe Amra sottikarer valobasa chinte parbo?
আমরা সকলেই চাই কেউ আমাকে খুব ভালোবাসুক,
কিন্তু আমরা কয়জন নিজেকে ভালোবাসতে পারি বলুনতো,,,,!
Hlw ফ্রেন্ডস সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো,,,আর যদি ভালো না থাকো,,,তোমরা কোনো সমস্যায় থাকো তাহলে একদম মন খারাপ কোরোনা,,, তোমার সমস্যা তুমি আমাকে জানাতে পারো আমার Facebook page - Kazi Nasira khatun
Instagram account- Nasirakhatun179
এখানে মনোযোগ সহকারে সবার সমস্যা শোনা হয় এবং সমস্যা সমাধানের উপায় বলা হয়,,,। তাহলে কোথাও না গিয়ে শুনতে থাকো আমার সাথে মানে নাসিরার সাথে "সমস্যার সমাধানে",,,।
বন্ধুরা আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো - what is love? কিভাবে আমরা সত্যিকারের ভালোবাসা চিনবো?
আজ আমি তোমাদের সাথে আমার কিছু ব্যাক্তিগত মতামত share করবো,,,ভালোবাসা বলতে আমি কি বুঝি সেটাই আজ তোমাদেরকে জানাবো।
ভালোবাসা বলতে প্রথমেই যে কথাটি আমাদের মাথায় আসে সেটি হলো একজন girlfriend আর boyfriend এর relationship. কিন্তু বাস্তবে শুধু কি এটাই ভালোবাসা!
ভালোবাসা কি সেটা বুঝতে হলে তোমাকে প্রথমে নিজের বাবা - মা কে দেখতে হবে,,,,তারা কিভাবে দিনের পর দিন একসাথে আছেন। তোমার মা যে মানুষটি হয়তো বিয়ের আগে কখনো রান্না ঘরেই যাননি তিনি আজ গোটা পরিবারের জন্য প্রতিনিয়ত সবার পছন্দের রান্না করে চলেছেন কিন্তু তিনি কখনো বলেননা রোজ রোজ রান্না করতে করতে আমার আর ভাল্লাগেনা এবার থেকে তোমরা নিজেদের রান্না নিজেরা করে খাও। যদি কখনো বলেও থাকেন তবে সেটি রাগের মাথায় বলেছেন হয়তো,,,কিন্তু পরের দিন ঠিকই তিনি রান্না ঘরে গিয়ে তোমাদের জন্য খাবার বানাচ্ছেন,,,,! কারণ এই মানুষটিরও মান অভিমান হয় যেটা আমরা কেউই প্রায় বোঝার চেষ্টা করিনা! আমাদের বাবারাও প্রতিদিন অফিসে যান,,,এই মানুষটিও tired feel করেন রোজ রোজ অফিসে যেতে কিন্তু তবুও তিনি রোজ office যান কেনো জানো এই মানুষটি তার পরিবারকে ভালোবাসে বলে। এই পৃথিবীতে একমাত্র আমাদের বাবা মা যারা আমাদেরকে ভালো রাখার জন্য দিনের পর দিন sacrifice করে চলেছেন। কিন্তু আমরা কেউ এই মানুষগুলোর ভালোবাসাকে বুঝতে চায়না! আমরা অনেকেই মনে করি বাবা মা যা করেন ওটা তাদের কর্তব্য,,,কিন্তু শুধুই কি কর্তব্য? এর মধ্যে অনেকটা ভালোবাসা লুকিয়ে আছে যেটা হয়তো আমরা বুঝতে পারিনা কিন্তু যার বাবা মা নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো সে বাবা মা ছাড়া কতটা সুখে আছে,,,,! তাহলেই বুঝতে পারবে বাবা মায়ের ভালোবাসা কতটা দামি আর এই ভালোবাসা পৃথিবীর অন্যকোনো মানুষ কখনো তোমাকে দিতে পারবেনা!
ভালোবাসা এমন একটি শব্দ যা মুখে বলে বোঝানো যায়না,,,অনুভব করতে হয়। ভালোবাসা কখনো চেয়ে পাওয়া যায়না ভালোবাসা অর্জন করতে হয়। আমরা এর তার কাছে ভালোবাসা চাই যেটা আদতে ভালোবাসা নয়,,,এটা একটা মোহ। মোহের পিছনে দৌড়াতে গিয়ে আমরা অনেক সময় সত্যিকারের ভালোবাসা কেই চিনতে পারিনা। ভালোবাসা হলো সেটা যেটা কখনো রূপ দেখে হয়না,,,but বর্তমানে মানুষ রূপের মধ্যেই ভালোবাসা খোঁজে যেটা তারা গুণের মধ্যে খোঁজ করেনা! কাউকে কখনো জোর করে ভালোবাসতে লাগেনা ভালোবাসা এমনি এমনিই হয়ে যায়,,,,একটা মানুষের সাথে থাকতে থাকতে বা কথা বলতে বলতে সে আমাদের অভ্যাস হয়ে ওঠে যে আমাদের ভালো খারাপ সবটা জানে তাও কখনো ছেড়ে চলে যায় না! যে ছেড়ে চলে যায় সে কখনো সত্যিকারের ভালোবাসতে পারেনা! ভালোবাসা হলো একে অপরের মনের মিলন যেটা শুধুমাত্র শরীর দিয়ে অনুভব করা যায় না মন দিয়ে অনুভব করতে হয়। বর্তমানে বেশিরভাগ ভালোবাসা রূপ আর টাকার উপর বেচেঁ আছে কিন্তু তারা ভুলে যায় এই রূপের আকর্ষণ একদিন শেষ হয়ে যাবে আর টাকা যেটা আজ আছে সেটা কাল নাও থাকতে পারে! টাকা আমাদের কখনো মানসিক শান্তি দিতে পারেনা কিন্তু ভালোবাসা আমাদেরকে সেই মানসিক শান্তি দিতে পারে কারণ টাকা আর রূপ দিয়ে কখনো ভালোবাসা আর শান্তি পাওয়া যায় না তবে শরীর কেনা যেতে পারে ! আপনি টাকা দিয়ে সবকিছু কিনতে পারবেন কিন্তু কারোর মন কিনতে পারবেননা!
সত্যিকারের ভালো আপনাকে সেই বাসে যে শুধু তার দুঃখে নয় সুখের সময়েও আপনাকে পাশে পেতে চাই। পৃথিবীতে এতো মানুষ এতো option থাকতে যে শুধু আপনার কথা ভাবে,আপনাকে সবসময় ভালোরাখার চেষ্টা করে,আপনাকে happy দেখার জন্য যে অনেক sacrifice করে,যে আপনার ছোটো ছোটো আবদার আর ছেলেমানুষি গুলোকে মেনে নিতে পারে সেই আপনাকে প্রকৃত ভালোবাসে। যে সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনো তার ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে চায়না,,,,কিন্তু পরিস্থিতি অনেক সময় বাধ্য করে। ভালোবাসার মানুষকে অন্যের হয়ে যেতে দেখলে অনেক কষ্ট হয় কিন্তু যে সত্যিকারের ভালোবাসে সে কখনো তার ভালোবাসাকে জোর করে আটকে রাখতে চাইবেনা,,,,সে চাইবে তার ভালোবাসার মানুষ যদি অন্য কারোর সাথে সুখী থাকতে চাই তবে থাকুক আমি শুধু তাকে happy দেখতে চাই আমি চাই সে ভালো থাকুক।
Kazi Nasira Khatun
"Learn with Nasira" Spoken English, Essay, General question answer, Motivation....Only for Education
Facebook page - Kazi Nasira khatun
Instagram account - nasirakhatun179