
নমস্কার বন্ধু, জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক পডকাস্টের 16 তম পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ কথা বলবো ক্ষমা নিয়ে, The Power Of Forgiveness. আজকের এই এপিসোড টি অত্যন্ত স্পেশাল, কারণ এটি একটি রিকুয়েস্টেড এপিসোড। হুগলি জেলার বাসিন্দা একজন ম্যাডাম আমাকে জানিয়েছেন তার একটি সমস্যার কথা, এবং এই অনুষ্ঠান থেকে তার সমাধান চেয়েছেন। তাহলে ক্ষমা কিভাবে মানুষের জীবন বদলাতে পারে? ক্ষমার ক্ষমতাই বা কতটা? কেনই বা কোনো অপরাধী কে তুমি ক্ষমা করবে? কি হবে ক্ষমা করলে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে শুনতে হবে আজকের এপিসোড টি। তাহলে আর দেরি না করে চট করে শুনে নাও পডকাস্টের সেশন টা, এবং শুনে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না যেন, এই পডকাস্ট সম্বন্ধে কোন পরামর্শ থাকলেও আমাকে জানাতে পারো নির্দ্বিধায়, যদি অংশগ্রহণ করতে চাও জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক পডকাস্ট অনুষ্ঠানে তাহলেও আমাকে জানাতে পারো, আমি কথা বলব তোমাদের সাথে সরাসরি। আমার instagram এবং facebook আইডি আমি নিচে দিয়ে রাখলাম👇🏻 https://www.instagram.com/abhishekdubey27
https://m.facebook.com/abhi723121
জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক, এটা মনের জটিল অলিগলির সহজ গুগল ম্যাপ