
জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক, এটা মনের জটিল অলিগলির সহজ গুগল ম্যাপ।
নমস্কার বন্ধু, জ্ঞানের গুঁতো অভিষেকের অষ্টম পর্বে তোমাদের স্বাগত জানাই, আজকে কথা বলব কমিউনিকেশন নিয়ে। তোমরা এটা কে যোগাযোগ স্থাপনও বলতে পারো, এই কমিউনিকেশন নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে, কিভাবে কমিউনিকেশন স্কিল বাড়ানো যায়? কিভাবে ভালো বক্তা হওয়া যায়? কত রকমের কমিউনিকেশন হয়? কমিউনিকেশন মানে কি শুধু কথা বলা? নাকি কথা বলা ছাড়াও আরো অন্যভাবে কমিউনিকেট করা সম্ভব? কমিউনিকেশন কি শুধু মানুষই করে? নাকি পশুপাখিরাও কমিউনিকেট করে? মহাবিশ্ব বা ইউনিভার্সের সাথে কিভাবে কমিউনিকেট করা যায়? ভাইব্রেশন কি? ফ্রিকোয়েন্সি কি? কমিউনিকেশন এর সাথে এদের কি সম্পর্ক? নিজের সাথে নিজের কমিউনিকেশন কিভাবে ইমপ্রুভ করা যায়? কিভাবে আমরা মহাবিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করে পজিটিভিটির রিসিভ সেন্টার হয়ে উঠবো? এই সমস্ত বিষয়ের বিস্তারিত আলোচনা থাকছে জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেকের এই অষ্টম পর্বে। তাহলে তোমরা অবশ্যই শেষ অব্দি শুনবে, এবং শুনে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না যেন, এই পডকাস্ট সম্বন্ধে কোন পরামর্শ থাকলেও আমাকে জানাতে পারো নির্দ্বিধায়, যদি অংশগ্রহণ করতে চাও জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক পডকাস্ট অনুষ্ঠানে তাহলেও আমাকে জানাতে পারো, আমি কথা বলব তোমাদের সাথে সরাসরি। আমার instagram এবং facebook আইডি আমি নিচে দিয়ে রাখলাম, তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে অনুপ্রাণিত থাকবে।
https://www.instagram.com/abhishekdubey27
https://m.facebook.com/abhi723121