
নমষ্কার, জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক এর তৃতীয় পর্বে স্বাগত! আজকের বিষয় Out Of The Box, অর্থাৎ নিজের সীমাবদ্ধতাকে ছাপিয়ে নতুন কিছু করা, আমরা সবাই একটা কম্ফর্ট জোনে থাকতে ভালোবাসি, নিজেদের সীমাবদ্ধতা কে একটা দুর্ভেদ্য প্রাচীর ভেবে বসি, সেখানে যদি আমাদের দুঃখ কষ্টও হয় তবুও আমরা সেই গণ্ডি পেরিয়ে এগোতে পারিনা, যারা নিজের স্বপ্ন এবং লক্ষ্য কে ধাওয়া করে এই গণ্ডি ছাপিয়ে নতুন কিছু করে তারাই out-of-the-box হয়, তবে এই out-of-the-box হওয়ার জার্নিটা অনেকটাই চ্যালেঞ্জিং হয়, বিশেষ করে আমাদের চারপাশের যে সাধারণ চিন্তাধারা মানুষেরা থাকে তারাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, একজন সাধারন মানুষের কাছে এটা মেনে নিতে খুবই অস্বস্তিকর হয় যে তারই মত একজন তার চেয়ে অনেক বড় কিছু করেছে, এমন সময় কিন্তু out-of-the-box ভেবে যারা কিছু করে তাদেরকে মানসিকভাবে বিধ্বস্ত করা এবং বাধা সৃষ্টি করা, তাদের বিরুদ্ধে কুৎসা রটানো ইত্যাদি চলতেই থাকে, তাহলে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়? চারপাশের সেই মানুষগুলোকে স্তব্ধ করে দেওয়া সম্ভব কি? কিভাবে সেইসব বাধাগুলো ছাপিয়ে নিজের কাজ সফল করা যায়....? এই সব কিছুই থাকলো জ্ঞানের গুঁতোর এই তৃতীয় পর্বে যার নাম out-of-the-box.
তোমরা চাইলে তোমাদের যেকোনো জীবন-সমস্যা আমাকে লিখে পাঠাতে পারো আমার Instagram অথবা Facebook এ, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান নিয়ে আমি অবশ্যই আলোচনা করব আমার পরের কোন পডকাস্টে, তোমরা যদি আমার পডকাস্ট অংশগ্রহণ করতে চাও তাহলে ও আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তাহলে শুনতে থাকো স্পটিফাই অরিজিনাল বাংলা পডকাস্ট জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক, এটা মনের জটিল অলিগলির সহজ গুগল ম্যাপ।