
নমস্কার বন্ধু, জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেকের বারো তম পর্বে তোমাদের স্বাগত জানাই। আজকের এপিসোডে কথা হবে এক্সপেক্টেশন বা প্রত্যাশা নিয়ে। বন্ধু তোমরা সবাই কারো না কারো কাছে কিছু না কিছু এক্সপেক্ট করো বা প্রত্যাশা রাখো, সবাই রাখে, কিন্তু দৈনন্দিন জীবনে এই প্রত্যাশা আমাদের কি ভালো রাখতে পারে? প্রত্যাশা রাখলে কি প্রত্যাশা পূরণ হয়? প্রত্যাশা রাখলে কি খুশি হওয়া যায়? কারো প্রত্যাশা পূরণ করে তাকে খুশি করা যায় কি? প্রত্যাশা বা এক্সপেক্টেশন এর সাথে কর্মের কি সম্পর্ক? কোন কাজ করার পর তার থেকে কাঙ্খিত ফল প্রত্যাশা করা কি খারাপ? আমার প্রিয়জনদের কাছ থেকে আমার ইচ্ছেমতো ব্যবহার প্রত্যাশা করা উচিত কি? বন্ধু এক্সপেক্টেশন বা প্রত্যাশা নিয়ে যাবতীয় প্রশ্নের বিস্তর আলোচনা আর উত্তর দেওয়ার চেষ্টা করেছি আজকের এপিসোডে, তাহলে আর দেরি না করে চট করে শুনে নাও পডকাস্ট টা, এবং শুনে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না যেন, এই পডকাস্ট সম্বন্ধে কোন পরামর্শ থাকলেও আমাকে জানাতে পারো নির্দ্বিধায়, যদি অংশগ্রহণ করতে চাও জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক পডকাস্ট অনুষ্ঠানে তাহলেও আমাকে জানাতে পারো, আমি কথা বলব তোমাদের সাথে সরাসরি। আমার instagram এবং facebook আইডি আমি নিচে দিয়ে রাখলাম https://www.instagram.com/abhishekdubey27
https://m.facebook.com/abhi723121
জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক, এটা মনের জটিল অলিগলির সহজ গুগল ম্যাপ