
'সাইকোলজিকাল থ্রিলার'! এই ঘরানার গল্প আমায় ভীষণ ভাবে টানে। শাটার আইল্যান্ড, বাটারফ্লাই এফেক্ট, জেকব্স ল্যাডার এই সমস্ত অসামান্য সিনেমা দেখতে দেখতে বারবার ইচ্ছে করত আমিও এই ঘরানায় যদি কিছু কাজ করতে পারি। মিউজিকাল শর্ট ফিল্ম 'অভিযান' এর পর এটাই এই ঘরানার আমার দ্বিতীয় কাজ। তবে এই গল্পটি ইচ্ছাকৃত ভাবে এমন এক জায়গায় শেষ করা হয়েছে যাতে শ্রোতারা নিজেদের মত ইন্টারপ্রেট করতে পারেন । আপনাদের ইন্টারপ্রিটেশন কি হয়, আপনাদের কাছে এই গল্পের কি ব্যাখ্যা হতে পারে সেটা আমার ভীষণ জানার ইচ্ছে। যদি সম্ভব হয় তাহলে কমেন্টে জানান। এই গল্পে আমার সাথে অভিনয় করেছেন পারমিতা, সমর্পিতা, আবেশ এবং তমোজিৎ আমাদের এই গল্পের আসর ভালো লাগলে আপনাদের কাছে আর্জি এটাই যে আরও বেশি শ্রোতার কাছে ছড়িয়ে দিতে সাহায্য করুন।