
বিখ্যাত চিত্রশিল্পী নিলাদ্রি রায় চৌধুরী হঠাৎ-ই একদিন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বেশ কয়েকমাস তাঁকে দেখতে না পেয়ে ওঁর এক্স ওয়াইফকে জানান, শেষে পুলিশ এসে তল্লাশি করলে দেখা যায় নিজের মোবাইল অবধি নিলাদ্রি সঙ্গে নিয়ে যান নি। কোথায় গেলেন নিলাদ্রি?
শুনে দেখুন এই আপনভোলা অশেষ প্রতিভাধর শিল্পীর মর্মান্তিক পরিণতির গল্প।