All content for Eve With Arjya is the property of Arjya Dev Chatterjee and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
জীবনের সব সুখ, দুঃখ, মায়াকে একসাথে বেঁধে রেখে জীবননদীর নাও পারাপার আমরা সবাই করি। যে মোহের বশে, জীবনে কাউকে, তা জড় হোক বা জীব, আমাদের আপন মনে হয়, সেই সব্বাইকে, সবকিছুকে রাখি মাঝির হাতে। মাঝি যেথায় নিয়ে যায়, সেখানেই নির্দ্বিধায় চলি।কিন্তু আসলেই কি সেসব এর কোনো মূল্য থাকে? একটা সময়ের পর, সবকিছুতেই নিস্পৃহতা আসে না? মনে হয় না,খোলামকুচির মতো ভাসিয়ে দি সবকিছু! সাথে নিজেও ভেসে যাই? আচ্ছা!মরণ নদী পার করতে গেলে নিজের সত্ত্বার সাথে, মোহটাকেও পাড়ানি করে ফেলতে হয় কি?নদীর নতুন কোনো ঘাটে, নতুন ভাবে নিজের ডিঙি ঠেকানোর জন্য? জানতে হলে শুনতে থাকুন, রাকা ব্যানার্জীর কলমে, 'শেষ পাড়ানি'। গল্পপাঠ ও আবহ- আর্য্য মাঝি - তমাল মুখোপাধ্যায় ঝুমরু- দিগন্তিকা চৌধুরী Send your stories at - arjyachatterjee12@gmai.com. Connect with me at my social Handles- facebook - https://www.facebook.com/arjya.chatterjee - Instagram- https://instagram.com/im_arjyadev?igshid=YmMyMTA2M2Y=