
পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ বা তপস্যার কথা ছড়িয়ে রয়েছে আমাদের ধর্মীয় সাহিত্যের আনাচে-কানাচে। কিন্তু তাই বলে যদি ভেবে নেন ভারতীয় হিন্দুধর্ম পুরুষকেন্দ্রিক ছিল বা প্রাচীন কালের পিতা-মাতারা শুধুমাত্র পুত্রকামনাই করত তাহলে কিন্তু মস্ত ভুল করছেন। প্রাচীনকালের রাজারা শুধু পুত্র কামনাতেই তপস্যা করত এমন নয়, কন্যার পিতা হবার ইচ্ছাতেও কঠোর তপস্যা করত অনেক রাজবংশীর নিদর্শন রয়েছে। তেমনই এক গল্প শেনালেন ভুষুণ্ডি মহারাজ…Read More at eMegaphone