
তিনি ছিলেন একজন বিজ্ঞানী, কিন্তু পরবর্তীতে হয়ে উঠেছিলেন সময়ের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি। প্রায় একশো ত্রিশ বছর আগে তিনি শুরু করেছিলেন এক শিল্পপ্রতিষ্ঠান, যা আজও টিকে আছে গর্বের সঙ্গে—দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কেমিক্যাল ফ্যাক্টরি।এখানেই কাজ করেছেন ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে দুজন—মেঘনাদ সাহা এবং সত্যেন্দ্রনাথ বোস।মহামারির সময়ে, যখন সারা দেশ বিপর্যস্ত, তিনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ফেনাইলের মতো প্রয়োজনীয় দ্রব্য তিনি বিতরণ করেছিলেন একেবারে বিনামূল্যে। কারণ, তাঁর বিশ্বাস ছিল—বিজ্ঞান মানুষের জন্য, মুনাফার জন্য নয়।তিনি কখনো নিজের আবিষ্কারের পেটেন্ট নেননি। কারণ, পেটেন্ট নিলে খরচ বাড়ে, আর সাধারণ মানুষ সেটা কিনতে পারে না। একজন বিজ্ঞানী, একজন শিল্পপতি, কিন্তু একসঙ্গে একজন দায়বদ্ধ মানবতাবাদী।আমরা যেভাবে সাধারণত ব্যবসায়ীকে ভাবি, তার থেকে কত আলাদা না?চলুন, শুনি তাঁর গল্প…He began as a scientist, but went on to become one of the most remarkable industrialists of his time. More than a century ago, he laid the foundation of a business empire that still thrives today — home to one of the largest chemical factories in South-East Asia.This was not just any factory. It was a place where some of India’s greatest scientific minds — like Meghnad Saha and Satyendranath Bose — once worked and collaborated.During times of crisis, like the pandemic, this man ensured that essential products like phenyl were distributed free of cost to the public. He believed that science should serve humanity, not profit from it. That’s why he never patented his innovations — because a patent would increase the price, and the common man might not be able to afford it.A scientist. An industrialist. A visionary businessman with a conscience. So different from what we usually imagine when we think of a businessman, isn’t he?Let’s hear his story…