
অনেকেই বলেন, বাংলা থিয়েটারে যারা কাজ করেন, তারা টাকা-পয়সার জন্য নয়— ভালোবেসে করেন। আর সেটা বেশির ভাগ সময়ই ঠিক।ইতিহাসে দেখা যায়, এমন অনেক বড় মাপের থিয়েটার শিল্পী, যাঁরা জীবনে আলোর নিচে থেকেছেন , শেষ বয়সে হারিয়ে গেছেন অন্ধকারে। চুপচাপ, একা একা চলে গেছেন—ভুলে গেছে সবাই।কিন্তু এই মানুষটার গল্প ছিল একদম আলাদা।থিয়েটারের জন্য বেঁচে থাকেননি শুধু—থিয়েটারের ভেতর দিয়েই বেঁচে ছিলেন, থিয়েটারকে বাঁচিয়েছিলেন ।তিনি থিয়েটারকে শুধু শিল্প হিসেবে দেখেননি—তাকে বানিয়েছেন একখানা ইন্ডাস্ট্রি। একটা ব্যবস্থা, একটা কর্মক্ষেত্র।প্রায় সব শিল্পী যখন নিজেদের পকেট থেকে টাকা দিয়ে মঞ্চ বাঁচিয়ে রাখতেন, তখন তিনি ভেবেছিলেন একেবারে আলাদা ভাবে।তিনি এমন একটা সিস্টেম বানিয়েছিলেন, যেখানে অভিনেতা, টেকনিশিয়ান, লেখক—সকলেই পেতেন সম্মান আর পারিশ্রমিক। যেখানে মঞ্চ মানে শুধুই ত্যাগ নয়, জীবিকা।তিনি ছিলেন একজন পথপ্রদর্শক, প্রযোজক, নাট্যকার, অভিনেতা—সবচেয়ে বড় কথা, বাংলা থিয়েটারের জগতে এক বিশাল মাপের দৃষ্টিভঙ্গিসম্পন্ন উদ্যোক্তা।চলুন ফিরে দেখা যাক, সেই মানুষটার গল্প—যিনি শুধু থিয়েটার তৈরি করেননি, একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছিলেন।People often say that those who work in Bengali theatre aren’t meant for making money—that it’s a world driven by passion, not profit. And in many cases, that’s true. History shows us that many legendary theatre artists faded into obscurity as they aged, often dying in silence, forgotten by the world they once lit up.But the story of this man was different.He didn’t just live for theatre—he lived through it. He transformed theatre from an art form into an industry. An ecosystem. A workplace.At a time when most artists paid out of pocket to keep the stage alive, he thought differently. He built a system where actors, technicians, and writers were paid, where the stage became a platform of livelihood—not just sacrifice.He was a pioneer, a producer, a writer, an actor—and most of all, a visionary entrepreneur in the world of Bengali performance arts.Let’s revisit the story of a man who didn’t just create theatre, but created an industry out of it.#history #bengalibusiness #bengalibusinessstory #bengalitheatre #girishchandraghosh #girishchandra #research