
এগারোটা এপিসোড পরেও একটা প্রশ্ন থেকেই যায়—কেন এখনো অনেকে বলেন, বাঙালির নাকি ব্যবসায় মাথা নেই? সাহস নেই? কিন্তু ইতিহাস বারবার অন্য কথা বলে।যাঁরা এসেছেন এই সিরিজে—সমাজসংস্কারক, কবি, লেখক, নাট্যকার, বিজ্ঞানী—তাঁরা শুধু স্বপ্ন দেখেননি।তাঁরা স্বপ্নকে বাস্তব করেছেন। গড়েছেন প্রতিষ্ঠান, সৃষ্টি করেছেন নতুন রাস্তা।তাঁদের ভাবনা ছিল সময়ের থেকে এগিয়ে—আর মানও তুলনাহীন । এই সপ্তাহের মানুষটিও সেই একই ধারার উত্তরসূরি।তিনি ব্যবসা শুরু করেছিলেন ঠিক তখন, যখন সেটার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, এবং অবশ্যই এক অভিনব ভাবনা আর শুধু তাই নয়—তিনি তৈরি করে এমন এক বাদ্যযন্ত্র , যা ভারতীয় সঙ্গীতের ধারা বদলে দেয় চিরতরে।এমন এক যন্ত্র, যা আজও সব বাঙালি বাড়িতে মজুত, শুধু বাঙালি নয় যে কোনো শিল্পী যে ভারতীয় সাত্রিয়া সংগীত চর্চা করেন তাঁদের প্রধান যন্ত্র এটি সঙ্গীত শিক্ষার শুরু যার সঙ্গে ।এটা শুধু ব্যবসার গল্প নয়।এটা আমাদের সংস্কৃতি তৈরির গল্প। আমাদের পরিচয় গড়ার গল্প।এমন একজন মানুষের গল্প, যিনি সৃষ্টিশীলতা আর বাণিজ্যের মধ্যে অনন্য এক সেতুবন্ধন গড়ে তুলেছিলেন। চলুন শুনে নিই তাঁর কথা।Even after exploring eleven episodes—from social reformers and writers, to poets, theatre pioneers, and scientists—one question still lingers:Why do people still believe that Bengalis lack business acumen or the courage to take risks?Time and again, history shows us something else. These individuals didn’t just dream—they built. They created businesses rooted in purpose, driven by passion, and powered by innovation. Their ideas weren’t just ahead of their time—they were unmatched in quality and vision.The person we’re featuring this week is no exception.He didn’t just start a business—he launched a new idea. Something the time urgently needed. And not just that—he invented a musical instrument that forever changed the landscape of Indian music.An instrument so iconic that even today, it sits proudly in almost every Bengali home, especially among those beginning their musical journey.This is not just about business—it’s about building culture, shaping identity, and creating impact that lasts generations.Let’s listen to the story of a true innovator and entrepreneur—a man who struck a perfect chord between creativity and commerce.