
আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশগুলোতে প্রচুর পরিমাণ ভারতীয় এবং ভারতীয় বংশোধভূত মানুষের বাস। নতু্ন কালচারের পাশাপাশি নিজেদের জাতীয় কালচার ধরে রেখে তাদের যে অগ্রযাত্রা তা থেকে প্রতিবেশী দেশের মানুষ হিসেবে আমরা কী শিখতে পারি তা নিয়ে এই এপিসোড।