
সম্প্রতি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন যশ-খ্যাতি ও অর্থশালী দেশি বিদেশি রথী মহারথীরা। গ্ল্যামারের অভাব ছিলো না কোনভাবেই। তবে কি ছিলো এতো এতো অর্থ ও ক্ষমতাবান মানুষদের একত্র হওয়ার পেছনের কাহিনী? শুধুই কি সেলিব্রেশন, নিয়ম রক্ষার দাওয়াতে যাওয়া? নাকি আরো অনেকগুলি বিষয় কাজ করেছিলো মোটিভেশন হিসেবে?