
🛎ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে এসেছিল ব্যবসা করতে। কী ব্যবসা করত তারা? নীল, সুতো, কাপড়, লবণ, কুঁচ ফল যা কিছুতে তারা লাভ দেখেছে তাই নিয়েই তারা ব্যবসা ফেঁদেছিল। এমন কি মদের ব্যবসাও তারা বাদ দেয়নি। সম্ভবত ভারতে প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম মদের কারখানাটি গড়ে উঠেছিল এই বাংলায়। আজ থাকছে সেই গল্প।
পর্বপাঠে -শঙ্খ,
স্ক্রিপ্ট – কৌশিক রায়,
সাউন্ড ডিজাইন – শঙ্খ,
কভার ও ভিডিও এডিট - ইনভিজিবলম্যান