
ভীমনাগ তৈরি করেছিলেন লেডিকেনি। আজ প্রত্যেক হাটে-বাজারে এরকম কোনও মিষ্টির দোকান নেই যেখানে লেডিকেনি পাওয়া যায় না। কিভাবে তৈরি করেছিলেন তিনি সেই মিষ্টি? আজ থাকবে সে গল্প। আপনাদের জানিয়ে রাখি আজকের এই গল্পটি আমাদের বলেছেন ভীমনাগের পরিবারের এক সদস্য। তাই হাটে-বাজারে যেসব গুজব প্রচলিত আছে, সেসব বাদ দিয়ে আসুন শুনে নিই সত্যি ঘটনা খানা। পর্বপাঠ - শঙ্খ, মৌটুসী ও সুশ্রীক মূল রচনা - সুব্রত রুজ পরিকল্পনা - কৌশিক রায় সাউন্ড ডিজাইন - শঙ্খ কভার - শুচিস্মিতা ভিডিও এডিট- ইনভিজিবলম্যান #bengali #kolkata #sweet #ladykeni