
চারশো বছর আগে যখন ইংরেজরা পা দেয়নি এই বাংলায় কেমন ছিল এই বাংলা? কেমন ছিল এই দেশ? কী জানতে ইচ্ছে করে? সেসব কিন্তু লিখে গিয়েছেন বেশ কিছু বিদেশি পর্যটক যাঁরা সেই সময়ে ভারতে এসেছিলেন। সে সব লেখা যখন পাওয়া যায়, তা কোনও মণিমুক্তের থেকে কম দামী কিছু নয়। গত কয় মাস যাবৎ আমরা খুজছিলাম এরকম কিছু লেখা। র্যালফ ফিচ ছিলেন বাংলায় পা রাখা প্রথম ইংরেজ। ১৫৮৬ সালে তিনি এসেছিলেন বাংলায়। কেমন ছিল তাঁর ভ্রমণের অভিজ্ঞতা? জানব আজকের পর্বে।
*** সংশোধন - র্যালফ ১৫৯১ সালে দেশে ফিরে যান। অডিও-তে ১৯৯১ বলা হয়েছে ভুল বশত। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী