
প্রায় দেড়শো বছর আগের কলকাতা বললেই আমাদের চোখের সামনে নব জাগরণের বাংলা ভেসে ওঠে বা হয়তো আলোচনায় আসে সিপাহী বিদ্রোহের খণ্ড চিত্র। অথচ তখনও শহর কোলকাতায় ছিল চুরি, ঠকবাজি খুনের মতো একাধিক সামাজিক অপরাধ। R. Reid কাজ করেছিলেন কলকাতার ডিটেকটিভ ডিপার্টমেন্টে।যুবরাজ সপ্তম এডওয়ার্ড যখন কলকাতা এসেছিলেন তখন এই রিড সাহেব ছিলেন তাঁর দেহরক্ষী। আরও পরে শহর কলকাতার অপরাধ জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন Every man his own detective বইটি। সেই বইতে আছে এই কলকাতাতেই ঘটে যাওয়া অদ্ভুত সব অপরাধের কাহিনি। হিরে চুরি থেকে লবণ নিয়ে আর্থিক তছরুপ বা জাল ডাক টিকিট তৈরি। আজ থাকছে সেই বইয়ের 'A GENTEL SHARPER’ শীর্ষক লেখাটি। এই কলকাতায় ঘটে যাওয়া হিরে চুরির ঘটনা যাতে অভিযুক্ত ছিলেন এক বাঙালি।
পর্বপাঠে -শঙ্খ, মূল রচনা - আর রিড, ভাবানুবাদ ও স্ক্রিপ্ট – কৌশিক রায়, সাউন্ড ডিজাইন – শঙ্খ, কভার- শুচিস্মিতা, ভিডিও এডিট- ইনভিজিবলম্যান