
জন্মের সময় তাঁরও নাম ছিল 'রাম'। সম্ভবত ভারতীয় পুরাণের একমাত্র মানব চরিত্র যাঁকে রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যে দেখা যায়। দুই মহাকাব্য ছাড়াও পরশুরামের দেখা পাওয়া যায় অগ্নিপুরাণ, স্কন্দপুরাণ, ব্রহ্মবৈবর্ত্তপুরাণ, ভাগবতপুরাণে। হিন্দু পুরাণের সাতজন চিরঞ্জীবী বা অমরদের একজন তিনি। যাঁর কুঠারের সামনে নতজানু হয়েছিলেন স্বয়ং দশরথের মতো রাজাও, সেই পরশুরামকে নিয়ে আজ হবে গল্প। কীভাবে রাম হয়ে উঠেছিলেন পরশুরাম? কেন তিনি সমস্ত ক্ষত্রিয় রাজাদের হত্যা করার পরিকল্পনা করেন?
পর্বপাঠ- শঙ্খ,
মূল রচনা - কালিদাস রায়
পরিমার্জনা - মৃত্তিকা
পরিকল্পনা – কৌশিক রায়,
সাউন্ড ডিজাইন – শঙ্খ।
কভার - শুচিস্মিতা
ভিডিও - ইনভিজিবলম্যান