
জাতির সাফল্য বা ব্যর্থতার পেছনে আসল কারণ কী—ভূগোল, সংস্কৃতি, নাকি কিছু অন্য কিছু?Between Lines and Lands-এর এই পর্বে শাকিল আহমেদ ও তৌহিদ এলাহী আলোচনা করেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী বই “Why Nations Fail” (ড্যারন অ্যাসিমোগলু ও জেমস এ. রবিনসন লিখিত)।আলোচনায় উঠে এসেছে—প্রতিষ্ঠানের ভূমিকা – কীভাবে একটি দেশের অর্থনৈতিক ভাগ্য নির্ধারণ করে “inclusive” ও “extractive” institution গুলো।Inclusive institution সমতা, উদ্ভাবন ও সমৃদ্ধি বাড়ায়; extractive institution ক্ষমতা ও সম্পদ এক দলে কেন্দ্রিত করে দারিদ্র্য সৃষ্টি করে।Critical junctures – ইতিহাসের সেই সব মুহূর্ত যেগুলো জাতির পথ বদলে দেয়।Mughal Empire – একটি উদাহরণ যেখানে extractive institution এর কারণে উন্নয়ন থেমে গিয়েছিল।ভূগোল, সংস্কৃতি ও অজ্ঞতার তত্ত্ব – কেন এসব জাতির সাফল্যের মূল কারণ নয়।In this bilingual discussion, Shakil and Towheed explore how institutions shape nations — explaining why some countries prosper while others fall behind. They break down the ignorance hypothesis, creative destruction, and real-world cases that prove inclusive institutions are the key to long-term development.🎧 Listen now on Spotify, YouTube, or anywhere you get your podcasts.🌐 Website: betweenlinesandlands.com📘 Facebook: @betweenlinesandlands👇 মন্তব্যে বলুন – আপনার মতে বাংলাদেশ কোন ধরনের institution এর দিকে অগ্রসর হচ্ছে?