
দৈনন্দিন জীবনের সাধারণ গল্পগুলোকে এত মনোগ্রাহী ভাষায়, এত প্রাণবন্ত উপস্থাপনায় তুলে ধরেছেন তিনি, যে একঘেয়ে জীবনের ঘটনাগুলিও যেন নতুন মাত্রা পায়। লীলা মজুমদার পড়লেই মন আনন্দে ভরে ওঠে। ছোটদের জন্য লেখা হলেও, তাঁর গল্প বড়দেরও আবার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। তাই চতুর্থ পর্বেও রইলেন তিনি—লীলা মজুমদার।Such captivating writing and lively storytelling about everyday life elevate even the most mundane stories to a whole new level. That’s why reading Leela Majumdar always brings joy. Though her stories are written for children, they have the magical power to make adults feel like children again. And so, for our fourth episode as well, we continue with Leela Majumdar.