
ভারত ঋষিদের দেশ, চিরন্তন প্রজ্ঞার এক অফুরন্ত ভাণ্ডার।শতাব্দীর পর শতাব্দী ধরে তাঁদের বাণী আমাদের চিন্তা, জীবন ও স্বপ্নকে রূপ দিয়েছে। এই সব গল্প—কিছু সুপরিচিত, কিছু হারিয়ে যাওয়া গ্রাম্য পথের ধুলোর নিচে—আজও আমাদের পথ দেখায়, মনকে জাগিয়ে তোলে।তবে এই গল্পগুলো কেবল ভারতের একার নয়।সময়ের স্রোতে মিথ ও জ্ঞানের ধারা পেরিয়েছে সীমান্ত, পেরিয়েছে মহাসাগর। অন্য দেশের কাহিনি আমাদের হয়েছে, আমাদের গল্প ছড়িয়ে পড়েছে দূর দেশের হৃদয়ে।আসছে পর্বগুলোয় আমরা আপনাদের শোনাবো সেই ঋষিদের কথা—কেউ খ্যাত, কেউ একেবারেই অনামা—তাঁদের ভাবনা ও কর্ম একেকটা যুগকে নাড়া দিয়ে গেছে।হয়তো নাম জানেন না, তবু তাঁদের জ্ঞান আজও বাতাসে ভাসে,আমাদের অন্তর্জগতকে করে তোলে সমৃদ্ধ।থাকুন আমাদের সঙ্গে, শুনুন তাঁদের কথা—হয়তো কোথাও খুঁজে পাবেননিজের পথের জন্য এক চিলতে আলো।India is a land of sages and timeless wisdom.Across centuries, their words have shaped how we think, live, and dream. These stories—some well-known, others hidden in the folds of forgotten villages—carry insights so profound, they continue to guide us even today.But these stories aren't just India’s alone.Over time, myths and teachings have traveled across lands and oceans, blending into our collective heritage. Stories from other countries became ours, and ours found homes in distant lands.In the upcoming episodes, we bring you tales of sages—some famous, some nameless—whose thoughts and actions stirred generations.You may not know their names, but their wisdom still echoes, enriching our inner world.Stay with us, as we listen to their stories—and perhaps, find a little light for our own paths.