
এই পর্বে আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - কী আশ্চর্য দক্ষতায় তিনি মিশিয়ে দেন অনুভূতি আর বাস্তবতা। তাঁর লেখায় আছে একধরনের সহজ-সরল সততা, যেখানে আমাদের লুকোনো আবেগগুলো ধীরে ধীরে প্রকাশ পায়।প্রকৃতি, শৈশবের নিষ্পাপ মুহূর্ত, কিংবা গ্রামের নিত্যদিনের ছোট ছোট ঘটনা—সবই তাঁর কলমে হয়ে ওঠে জীবন্ত, স্পর্শ করে মনকে। জীবনের ছোট্ট আনন্দ, নীরব হতাশা, কিংবা হারিয়ে যাওয়া বেদনাগুলোও তাঁর গল্পে মিশে থাকে নিঃশব্দে।বিভূতিভূষণের গল্প মানেই- জীবনের স্বাদ—সহজ অথচ গভীর, মাটির গন্ধে ভরা, হৃদয়ের কাছের।In this session, we present the stories of Bibhutibhushan Bandyopadhyay—a writer who masterfully balances emotion and realism. With gentle honesty, he unveils the raw feelings we often hide, while his vivid portrayals of innocence, nature, and everyday life elevate his work to a unique dimension. The subtle joys, quiet disappointments, and unspoken sorrows of life pulse through every page of his stories, making them timeless and deeply moving