
আমপাতা জোড়া জোড়া, মারব চাবুক, চড়ব ঘোড়া।
ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া।
পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে…’
ছোটবেলায় এই কবিতার সঙ্গে ছন্দ মিলিয়ে হাতে তালি দিয়ে খেলেনি, এমন বাঙালি মেলা দুষ্কর। কিন্তু বড় হয়ে অনেকেরই হয়তো জানতে ইচ্ছে করতে পারে, পাগলা ঘোড়ায় চড়ে, চাবুক ছুটিয়ে, বন্দুক মেরে কে এভাবে ছুটে আসছে! একটু ভাবলে এবং ইতিহাস পড়লে উত্তর মেলে, ঘোড়সওয়ার পুলিশের (Kolkata Mounted Police) কথাই গল্পের ছলে বলা হয়েছে এই ছড়ায়।
কলকাতা ময়দানেই কেন দেখা যায় ঘোড়সওয়ার পুলিশদের, ভেবে দেখেছেন কি? কি কাজ করে এই পুলিশ ঘোড়ারা? জানেন কি, রীতিমতো রোস্টার মেনে ডিউটি করতে হয় এই ঘোড়াদের? চলুন আজ কলকাতা মাউন্টেড পুলিশের গল্প জেনে নেওয়া যাক।
কৃতজ্ঞতা স্বীকার:
1. কলকাতা পুলিশ'এর ওয়েবসাইট.
2. Wikipedia